![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/received_1007099333458890.jpeg)
জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা বুধবার(২২ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, কার্যনির্বাহী মেহেরুল হাসান সোহেল, সদস্য মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম কবির, জাকির হোসেন।
সভায় আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।
বর্ধিত সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।