মোঃ আব্দুর রহমান সোহাগ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর টিভি ক্যামেরা জানার্লিষ্ট এসোসিয়েশন (টিসিএ) দিনাজপুর জেলা শাখার পূণার্ঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১৩ আগষ্ট শুক্রবার রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে টিভি ক্যামেরা জানার্লিষ্ট এসোসিয়েশন(টিসিএ) দিনাজপুর জেলা শাখার পূণার্ঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক কমিটির প্রবিন সদস্য মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মো: মনজিদ আলম শিমুল (সময় টিভি) সভাপতি এবং মো: আরমান হোসেন বরকত ( চ্যানেল আই)কে সা: সম্পাদক নিবার্চিত করে ১১ সদস্য বিশিষ্ট পূণার্ঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নিবার্চিতরা হলেন সহ সভাপতি মো: মামুনুর রশিদ মামুন (বৈশাখী টিভি) সহ: সা: সাধারন সম্পাদক মো: মোস্তফা কামাল ( বিজয় টিভি) কোষাধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম সাব্বির (একুশেটিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মিজানুর রহমান পাপ্পু ( নিউজ ২৪ ) দপ্তর সম্পাদক মো: তাহেরুল আনাম শিপলু (এনটিভি) নিবাহি সদস্য মো: আব্দুস সালাম ( যুমনা টিভি) মো: নবিউল ইসলাম দুলু (আর টিভি) মো: রুবেল হোসেন ( মাছরাঙ্গা টিভি ) মো: জাহিদ হাসান অন্তর ( এশিয়ান টিভি) সভায় সাধারন সদস্যদের দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় সংগঠনের পরামর্শক্রমে দিনাজপুরে কমিটি গঠন নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সাধারন সদস্যদের কন্ঠভোটে এই কমিটি গঠন করা হয়েছে।