আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ০১ নভেম্বর সোমবার নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা–২০২১ উপলক্ষে বেলা ৩ টায় শেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২ নভেম্বর হতে ৪ নভেম্বর ২০২১খ্রি.পর্যন্ত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাইকরণ পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয় ।
ব্রিফিং এ পুলিশ সুপার মহোদয় বলেন, যারা কোয়ালিটিসম্পন্ন তারাই আসবে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্সের যে নির্দেশনা দেয়া হয়েছে তা ১০০% নিশ্চিত করতে আমাদের যেটুকু দায়িত্ব দেওয়া আছে সেটা যেন আমরা সুন্দরভাবে প্রতিপালন করি। আমাদের ডিপার্টমেন্টে তারাই আসবে যারা যোগ্য যাদের মাধ্যমে ডিপার্টমেন্টের উন্নতি হবে। সেইরকম মেধাবী, কর্মঠ ও শারীরিকভাবে সক্ষম লোক নিয়োগ করা হবে। নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে, প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার কার্যক্রমে পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরে, প্রজেক্টরের মাধ্যমে কনস্টেবল রিক্রুটমেন্ট-সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের তৈরি ১৩ (তের) মিনিটের একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ওয়েষ্ট, পুলিশ হেডকোয়ার্টার্স) মোঃ মেহেদী হাসান শাতিল, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন-সহ জেলা পুলিের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।