‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন হয়েছে। ৪ নভেম্বর বৃহস্পতিবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET) -এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের সকাল ৮ টা হতে শেরপুর পুলিশ লাইন্স মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) -এর পঞ্চম ইভেন্ট (দৌড়) ছেলেদের ১৬০০ মিটার ও মেয়েদের ১০০০ মিটার দৌড়, ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং) পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব, সপ্তম ইভেন্ট (রোপ ক্লাইমিং) পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারীপ্রার্থীদের ৮ ফুট রোপ ক্লাইমিং বা দড়ি বেয়ে ওপরে উঠার পরিক্ষা সম্পন্ন হয়েছে।

উক্ত পরীক্ষায় শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি শেরপুর জেলার পুলিশ সুপার, মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইভেন্টের কৃতকার্য প্রার্থীদের মাঝে লিখিত পরীক্ষার জন্য প্রবেশ পত্র প্রদান করা হয়। উল্লেখ, আগামীকাল ৫ নভেম্বর ২০২১ খ্রিঃ রোজ শুক্রবার নবারুণ পাবলিক স্কুল, শেরপুর-এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।