মোঃ মানিক ইসলাম, রুহিয়া থানা প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া তাদের চোখে মুখে আনন্দের হাসি দেখা গেছে। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না উৎসব।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া থানার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ে ২০২২ শিক্ষা বর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ” কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ বছর মোট ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর জন্য মোট ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যবই বিনা মূল্যে বিতরণ করা হবে। ১২ দিনের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ১ থেকে ৩ জানুয়ারি, সপ্তম শ্রেণিতে ৪ থেকে ৬ জানুয়ারি, অষ্টম শ্রেণিতে ৮ থেকে ১০ জানুয়ারি এবং নবম শ্রেণিতে ১১ থেকে ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।