আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় আগুন লেগে ২টি পরিবারের ১১ঘর ভস্মিভূত হয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে গবাদিপশু, ধান ও মরিচ সহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সারে ১১টায় থানাধীন কুজিশহর (কবিরাজ পাড়া) গ্রামে বইজুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাতে বইজুল ইসলামের রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরে গ্রাম বাসিরা উদ্ধারের জন্য ছুটে আসি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে তার ১০টি ঘর এবং আলম নামে আরও একজনের ১টি ঘর ভস্মীভূত হয়েছে। বইজুল ইসলামের পরিবার জানান, রাতে ঘুমানোর পরে এই আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে উঠার আগেই ঘর, ঘরের আসবাবপত্র, টাকা,ধান, মরিচসহ ১০টি গবাদিপশু পুড়ে যায়। এতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কয়েক লক্ষাধিক টাকা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।
👍
1