মোঃ আল আমিন,ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুম বস্তি) এর উদোগে জেলা স্কুল মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জেলা সদরের অসহায় দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুজন খাঁনের সভাপতিত্বে অন্যানের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, পরিচালক শরিফুল ইসলাম শরিফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সংগঠনের উপদেষ্টা কাজল রহমান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর,ওয়ার্ড কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাসহ অনেকে উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র হাতে পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।