![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/08/kk76-1-2.jpg)
রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে আটক করেছে পুলিশ। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান, বাদশা সরদার ও আকরামুল গাজী। পাইকগাছা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী জানান, তালা থানার সীমান্তবর্তী কাশিমনগর এলাকায় রাতে পুলিশের টহল ভ্যান দেখে তিন যুবক কপোতাক্ষ নদের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি সম্পন্ন করে তারা সেখানে অপেক্ষা করছিলো বলেও জানায়। ওই ডাকাত দলের সঙ্গে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।