ডেস্ক রিপোর্ট: নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছোটখাতা গ্রামে জমি জবর দখলের অভিযোগ উঠেছে ।
মোঃ বাবুল ইসলাম তার প্রতিবেশী বিরুদ্ধে বাদী হয়ে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ পত্রের বিবাদী গণের নাম হলো: ১।মোঃ আজগর আলী (৫০), পিতা মৃত আতিয়ার রহমান, ২। শাহিনুর রহমান, ৩।মোঃ সাহাবুদ্দিন(২৬), ৪। সাইফুল ইসলাম (১৯), সকলের পিতা আজগর আলী, ৫।রেজাউল ইসলাম (৩৮), পিতা মৃত আজিবর রহমান, ৬।শেফালী বেগম(৪৫), স্বামী আজগর আলী, ৭। মোছা: নাছিম বেগম , স্বামী শাহিনুর রহমান, ৮। মোছা: নুরবানু (৩০), স্বামী রেজাউল ইসলাম। বাদী বাবুল মিয়ার অভিযোগ হলো মৌজা ছোটখাতা, জেএল নং ৪৩, খতিয়ান নং ১০০৫, দাগ ২৯১৮, জমির পরিমাণ ৩৬ শতাংশ নালিশি বিত্ত্ব। এই জমি হলো আমার বাপ দাদার সম্পত্তি।
এই জমিতে আমি সুপারি গাছ লাগিয়েছি। কিছুদিন ধরে বিবাধি গণ এর সাথে জমি নিয়ে ঝামেলা চলিলে স্থানীয় ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি কামরুজ্জামান সরকার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রশিদুল ইসলাম কে অবহিত করলে ওনারা মীমাংসা করে দিতে চেয়েছেন।
কিন্তু বিবাদী গণ তাদের কথা অমান্য করে গত শনিবার (১৯- জুন) স্ব পরিবারে করে বাঁশের বেড়া দিয়ে জবর দখল করে এবং সেখানে তারা নিজের বৃক্ষরোপণ করে। এ জন্য আমি আইনের সু বিচার পাওয়ার জন্য ডিমলা থানার ওসি বরাবর একটি অভিযোগ দায়ের করি। সরেজমিনে গিয়ে আমরা উক্ত চিত্র ধারণ করে বিবাদী মোঃ আজগর আলীর সাথে দেখা করতে গেলে অনেক না পাওয়ায় ওনার ছেলে সাহাবুদ্দিনের সাথে দেখা হয়।
তিনি বলেন, ওই জমি আমাদের দীর্ঘ দিন যাবত আমরা ভোগ করে আসিতেছি তাই আমরা আবার বৃক্ষরোপণ করেছি।এতে বাবুল মিয়া অভিযোগ করে থাকলে করতে পারে।
এই বিষয়ে কামরুজ্জামান সরকার বলেন, ওনাদের জমির ভেজাল হওয়ায় আমরা মীমাংসা করার সিদ্ধান্ত নেই এর মাঝে বিবাদী আজগর আলী আমার ছোট ভাইয়ের কাছে খবর পাঠিয়েছে যে সে মীমাংসায় বসবে না। এ জন্য আমি বাদী বাবুল হোসেন কেও জানিয়ে দেই বিষয় টি।
এই বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর সাথে ফোনে যোগাযোগ করলে উনি বলেন অভিযোগ আমরা পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।