‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এবারের এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে সাথে নীলফামারীর ডিমলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহ ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার এটিএম গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও ফায়ার ফাইটার শেখ রিয়াজ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা বিএমআই কলেজের প্রশিক্ষক (শিক্ষক) আব্দুর রহিম বাদশা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক মোঃ বুলবুল আহম্মেদ প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজে সন্তোষ প্রকাশ করেন। আলোচনা শেষে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষে মোহড়া পরিদর্শন করে দেখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সকল সদস্য বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।