মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমরে বেশ ভালো শীত অনুভূতি হচ্ছে। ঘুমাতে গেলে জড়াতে হচ্ছে কাঁথা ও লেপ, সাত সকালে ঘাসে শিশিরবিন্দু জানান দিচ্ছে শীত দ্বারপ্রান্তে। আর তাই লেপ-তোষক তৈরীতে কারিগরদের ব্যস্ততা বেড়েছে। এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেখো যায় লেপ-তোষক ক্রাতাদের আনাগোনাও বেড়েছে। উপজেলার দোকানগুলোতে সরেজমিনে গিয়ে দেখা গেছে কারিগরদের লেপ-তোষক তৈরির কর্মব্যস্ততা। কারিগররা কেউ তুলো ধুনছেন, কেউবা ব্যস্ত লেপ-তোষক সেলাইয়ের কাজে, কেউবা সুচের ফোটায় শুতা বুনছে আবার কেউবা লেপে হরেক রকম ডিজাইন ফুটিয়ে তুলছেন।
লেপ তৈরি করতে আসা চিকনমাটি ধনীপাড়ার হাসান চৌধুরী বলেন, কার্পাস তুলা দিয়ে একটি লেপের অর্ডার দিয়েছি এবং একটি পুরাতন লেপ মেরামতের জন্য এনেছি। কাপড়, তুলা, মজুরি সব মিলে ১ হাজার ৫০০ টাকা বলে জানান তিনি। এদিকে আরেক জন লেপ তৈরী করতে আসা ডোমার ইউনিয়নের তাহেরুল ইসলাম বলেন আমি একটা লেপ বানাতে এসেছি গত মৈসমে তুলার কেজি ছিল ১৫০ টাকা এবার মৈসমে ওই তুলার দাম ১৭০টাকা কেজি ওঠেছে তাই এবার লেপের দাম গত বছরের চেয়ে একটু বেশি বলে যানিয়েছেনে ক্রেতা।
উপজেলার বিভিন্ন দোকানের অনেক লেপ-তোষক কারীগরেরা লেপ-তোষক তৈরি কাজে ব্যস্ত। শীত আসার সাতেই তাদের বেস্তা চার গুন বেড়ে যায়।
উপজেলার বিভিন্ন হাট-বাজারের লেপ-তোষক ব্যাবসায়ীরা বলেন শীত আসার সঙ্গে সঙ্গেই আমাদের বিক্রি চার গুণ বেড়েছে। তাই উপজেলার প্রতিটি দোকানেই এখন জমজমাট বেচাকেনা চলছে