রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি//
ডিজিটাল বাংলাদেশের রুপকার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মরহুম ড.ওয়াজেদ মিয়ার সুযোগ্য সন্তান। বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উত্তরসূরী ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তজুমদ্দিন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজান পোদ্দারের সঞ্চালনায় ও সভাপতি ইশতিয়াক হাসানের সভাপতিত্বে, স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্ম বার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ভোলা-৩ লালমোহন -তজুমদ্দিন আসনের জাতীয় সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান একে এম শহীদুল্লাহ কিরন, আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, আওয়ামী লীগের সদস্য লিটন মহাজন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসেম মহাজন, কৃষক লীগের সভাপতি সিরাজ উদ্দিন, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক এম নয়ন, রুবেল সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্ম বার্ষিকীতে তার দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।