জেমস আব্দুর রহিম রানা:  কেশবপুর উপজেলার পাঁজিয়া প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি আবারও উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০তম সমবায় দিবসের অনুষ্ঠানে সমিতির কর্মকর্তাদের হাতে এই পুরস্কারের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।  মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ  অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস আর সাঈদ, এস আর মঈন, আসরাফুজ্জামান, উপজেলা শিক্ষক কর্মচারী সমবায় সমিতির চেয়ারম্যান স, ম, কামরুজ্জামান,
রূহানী চার্চ বাংলাদেশ ট্রাস্ট পরিচালক সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা প্রমুখ।  এসময় সমিতির পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক  জয়দেব মল্লিক বিশ্বজিৎ। উল্লেখ্য,  উপজেলার ৬৬৪টি সমবায় সমিতির মধ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠিত পাঁজিয়া প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি শুরু থেকেই সদস্যদের মধ্যে সহজ শর্তে ক্ষুদ্র ঋণদান কার্যক্রমসহ নগদ ও সহজ কিস্তিতে পণ‍্য সামগ্রী বিক্রি,
দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ক্রাস, শীত বস্ত্র, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, গাছের চারা, করোনাকালে মাক্স, সাবান ও ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ফলশ্রুতিতে ইতিমধ্যে ৪৭ ও ৪৮ তম সমবায় দিবসে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সর্বশেষ ৫০তম সমবায় দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে ৩য় বারের মতো পুরস্কৃত হয়েছে।