সাগর কুমার বাড়ই, তেরখাদা, খুলনা : বাংলাদেশ সরকার ঘোষিত সারা দেশের ন্যায় আজ ৭ই আগস্ট ২০২১ইং শনিবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সকল ১ নং ওয়ার্ড ভিত্তিক বিনামূল্যে টিকা নিবন্ধনের মাধ্যমে কোভিড ১৯এর টিকা দান কর্মসূচি সকাল ১০টা থেকে বিরতি হীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ।

৭ ই আগস্ট শনিবার থেকে ১১ ই আগস্ট বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিরতি হীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত কোভিড ১৯এর টিকা দান কর্মসূচি অব্যাহত থাকার কথা থাকলেও আজ ৭ই আগস্ট শনিবার টিকা দান কর্মসূচি পালন করা হয় ।

অনিবার্য কারণবশত আগামী ১৪ই আগস্ট থেকে নিয়মিত ভাবে ৬টি ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মাধ্যমে পালাক্রমে কোভিড ১৯এর টিকা দান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

যাদের বয়স ১৮বছরের উর্দ্ধে তাহারা জাতীয় পরিচয়পত্র ও নিজ মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে এই টিকা দান কর্মসূচি তে অংশ গ্রহণের কাজ চলছে ।

জানা যায় , তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তেরখাদা উপজেলার নির্বাহী অফিসার আবিদা সুলতানা এর নির্দেশনায় তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড পর্যায়ে বিনামূল্যে কোভিড- ১৯ এর টিকা দান কর্মসূচি ৭ ই আগস্ট শনিবার উদ্বোধনের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার ।

জনগণের সুরক্ষার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিনামূল্যে কোভিড ১৯ এর টিকা দান কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন । যার ফলে জনসাধারণের কোন প্রকার ভোগান্তি ছাড়াই মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বর্তমান সরকার ।