দিনাজপুরের হিলিতে আমন ধানের ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৮ আগস্ট) দুপুরে হিলির বৈগ্রাম সড়কের পাশে আমন ধান ক্ষেত থেকে প্রায় ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, লাশটি ধান ক্ষেতের পানির ভিতর উপুড় হয়ে পরে ছিলো।
লাশটি তোলার পর এখন পর্যন্ত কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে লাশটি থানায় আনা হয়েছে। লাশটির পরিচয় এবং কিভাবে মারা গেছে সেটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।