মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আজ থেকে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। উপজেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ২৫ জুন সকাল আটটা থেকে ৪ জুলাই রাত বারোটা পর্যন্ত ১০ দিনের এই লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এই লকডাউন ঘোষণা করেন।
সভায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুল হাসান, ২৯ বিজিবি‘র ল্যান্স নায়ক মোঃ সিরাজ উদ্দিন, ব্যবসায়ী নেতা জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান শাহ কামরু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ। এতে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, অটো রিক্স মালিক সমিতির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ফুলবাড়ী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে ফুলবাড়ী উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। বিধিনিষেধ চলাকালীন কোন প্রকার যানবাহন ফুলবাড়ী উপজেলায় প্রবেশ করতে পারবে না এবং ফুলবাড়ী থেকে কোনো যানবাহন উপজেলার বাহিরে যেতে পারবেনা।
মার্কেট, রেস্টুরেন্টে, সেলুন, বিউটি পার্লার, চায়ের দোকান, সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। গণ জামায়েত হয় এরূপ সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট (মুদি দোকান) কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত খোলা থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।