![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/030bf847-c4ff-4b4b-a55e-50386ac5ca01_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারে চালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়হাটে যাওয়ার পথে সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়।
তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।