![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/kk11-1.jpg)
ডাঃ আজাদ খান,ষ্টাফ রিপোর্টার :জামালপুরের বকশীগঞ্জে নিলাক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে পিবিএস লাইন মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় চুক্তি ভিত্তিক লাইনম্যান সাজেদুল ইসলাম (২৩)।![](//dailykolomkotha.com/wp-content/plugins/a3-lazy-load/assets/images/lazy_placeholder.gif)
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/kk13-1-300x200.jpg)
সাজেদুল দ্বীর্ঘ নয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে মারা যায়। সাজেদুল ইসলাম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের সহিজলের ছেলে।
উল্যেখ্য- গত ২৪ আগষ্ট সকালে বকশীগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান সাজেদুল নিলাক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে লাইন মেরামতের জন্য বিদ্যুতে খুঁটিতে কাজ করতে যায়।![](//dailykolomkotha.com/wp-content/plugins/a3-lazy-load/assets/images/lazy_placeholder.gif)
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/12-300x200.jpg)
ত্রুটি সংস্কারের জন্য খুটিতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সাজেদুল কে প্রথমে বকশীগঞ্জ হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্হানান্তর করা হয়। সাজেদুল কে বাঁচাতে তার দুই হাত কেটে ফেলা হয়। দ্বীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও সাজেদুলের শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্হায় গতকাল রাতে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে মৃত্যু বরন করেন সাজেদুল ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।