মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান পৌরসভা ৬ নং ওয়ার্ডের দুলাল কমিশনার বাড়ি সংলগ্ন । পানিতে ডুবে ফারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ বুধবার (১৫ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি পুকুর থেকে এলাকার এক বাসিন্দা গোসল করতে গেলে তার পায়ের সাথে মরদেহ লাগলে পড়ে সে মরদেহ উদ্ধার করে ।
সে দৌলতখান পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুন্নবী মাঝির মেয়ে । স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে বাচ্চাদের সাথে খেলতে গেলে পানিতে পড়ে যায়।
এক পর্যায়ে এলাকার এক বাসিন্দা গোসল করতে গেলে তার পায়ের সাথে বাচ্চাটির মরদেহ লাগলো পড়ে মরদেহ উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বজলুর রহমান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।