রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৭, আগষ্ট) সকাল ১০.০০ ঘটিকায় নজিপুর পৌরসভার টিকাদান কেন্দ্র সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নওগাঁ-০২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার।

এসময় পত্নীতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্রগুলোও সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানজিদা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার; পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ্, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী প্রমূখ

এ কার্যক্রমের প্রথম ধাপে উপজেলাতে ২৫ বছরের অধিক বয়সীদের করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। আজ উপজেলার প্রতিটি ইউনিয়নের ১,২,৩,নং ওয়ার্ডে ২০০ জন করে মোট ৬০০ জনকে ভ্যাকসিন দেয়া হচ্ছে l আর পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডের ১০০ করে ৩০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে l

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার বলেন, প্রথম দিনে যেহেতু প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক কম লোককে টিকার আওতায় আনা হবে, কাজেই শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট মেম্বার এবং কাউন্সিলরদের কাছ থেকে যারা টোকেন সংগ্রহ করবেন শুধুমাত্র তাদেরকেই ভ্যাকসিন দেয়া হবে,অন্যরা রেজিষ্ট্রেশন করে থাকলেও টোকেন ব্যাতীত ভ্যাকসিন্ পাবেন না l

পরবর্তী ধাপে পর্যায়ক্রমে সকলকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে l প্রথম দিনে ইউনিয়ন এবং পৌর এলাকার টিকাদান কেন্দ্রেগুলোতে তিনটি করে বুথে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নারী-পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে টিকাদান কর্মসূচি চলছে। যে সকল টিকা গ্রহিতা ইতোপূর্বে রেজিষ্ট্রেশ সম্পন্ন করেননি তাদেরকে স্পট রেজিস্ট্রেশন করে তাদের তাৎক্ষনিক টিকা দেয়া হচ্ছে l