নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৯। এটি নওগাঁয় এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার। এ জেলায় এক সপ্তাহ ধরে প্রতিদিনই শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। আজ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

 

এর আগের ২৪ ঘণ্টায় জেলার ২০১ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৩০। আজ সেই তুলনায় কম নমুনা পরীক্ষায় বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। গত রোববার ২১৯ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩৭। শনিবার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ছিল ২১ দশমিক ৯০।

 

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নওগাঁ মেডিকেল কলেজ ও বগুড়ার টিএমএসএসের আরটি–পিসিআর ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। এ ছাড়া র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ এসেছে। ১০ জনের নমুনার জিন এক্সপার্ট পরীক্ষা করে ৮ জনের পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন সর্বোচ্চ ৩৬ জন। এ ছাড়া রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাইয়ে ৩, মহাদেবপুরে ৬, মান্দায় ২, বদলগাছিতে ৩, পত্নীতলায় ১, ধামইরহাটে ২, নিয়ামতপুরে ৩, সাপাহারে ৬ এবং পোরশা উপজেলার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০। ২০২০ সালের ২৩ এপ্রিল নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত ৬ হাজার ২৯৪ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন। সরকারি তথ্য মতে, করোনায় সবশেষ মৃত্যুর ঘটনা ছিল গত বছরের ২৬ আগস্ট। এরপর গত প্রায় চার মাসে সরকারিভাবে করোনায় কারও মৃত্যু খবর পাওয়া যায়নি।

 

সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, ‘যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণের হার বাড়ছে, তাতে আমরা চিন্তিত। সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি নিয়ন্ত্র্রণ করা কঠিন হয়ে পড়বে।’