প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি; আজ ০১-১১-২১ই; রোজ সোমবার সকাল ১১টায় ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা জেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও সকল রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ লিটন মিয়া, রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর আকতার ও তাপস শাখারী সহ অন্যান্য সংবাদমাধ্যম কর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আগামী ১১ নভেম্বর নগরকান্দায় দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদেরকে আচরন বিধি সম্পর্কে সচেতন করেন অতিথি বৃন্দ। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বলে প্রার্থীদেরকে বক্তাগণ বক্তব্যে পরিষ্কার বলেন প্রার্থীদেরকে এবার নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন।