![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/PicsArt_09-26-08.54.50.jpg)
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এম,আই আজাদ (৩৭) নামের এক সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন। আজ ২৬-০৯-২১ রোজ রবিবার বিকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
পুলিশ জানায়, রোববার সকাল ৮:৩০মিনিটের দিকে নিজ বাড়ি পৌরসভাধীন মিরাকান্দা গ্রাম হতে মোটরসাইকেল যোগে নগরকান্দা বাজারের উদ্দেশ্যে বের হলে বাড়ির পার্শ্ববর্তী কালিয়ার মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটো বাইকের সাথে সংঘর্ষ হলে আজাদ গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার পথে হেমায়েতপুর নামকস্থানে যাওয়ার পর এম,আই আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো: সুমিনুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।