বরিশাল সিটি কর্পোরেশন ২০২১-২০২২ অর্থবছরে ৪১৫ কোটি ৭২ লক্ষ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে।

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে সর্বমোট ৩২১ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ৪৩১ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়,(যার মধ্যে নিজস্ব উৎস থেকে ৬৫.০৬ কোটি, থোক ও বিশেষ থেকে ৪৫ কোটি এবং সরকারি বেসরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২১১.১২ কোটি) যা সর্বমোট বাজেটের প্রায় ৭৮.৮৫ শতাংশ।

নগরীর বিভিন্ন স্থানে ভৌত ও অবকাঠামোগত নির্মাণ, পুনঃনির্মাণ ও সংরক্ষণ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৬৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ৯৯৮ টাকা।

এছাড়া প্রসাশনিক ও অফিস পরিচালনা খাতে ৪১ কোটি ৪৭ লক্ষ ৬০ হাজার টাকা, কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন খাতে ৬ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৩৬ কোটি ১৫ লক্ষ টাকা, পানি-বিদ্যুৎ ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৩৩ টাকা, সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক খাতে ৪ কোটি ১৮ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ৯ লক্ষ ৬৯ হাজার ৩৮০ টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লক্ষ ৪৬ হাজার ৪৩৩ টাকা, শিক্ষা-সংস্কৃতি-খেলাধুলা ও তথ্য-প্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ২০২০-২০২১ অর্থবছরে নতুন করে কোনোরুপ কর আরোপ না করেই বরিশাল সিটি কর্পোরেশনের সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ১৯ বছরে মধ্যে গত বছরই সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ ৭৭ কোটি ৭৪ লক্ষ টাকা।

বিসিসি’কে দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া চলমান থাকার কারনেই এই অর্জন সম্ভব হয়েছে।