অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে বিশেষ শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে সহযোগিতা করেন ল্যাম্ব হেলথ-ইউকে ।
বুধবার ৮ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ল্যাম্ব এর প্রজেক্ট ম্যানেজার উৎপল মিনজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ও ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩শ কিশোরী, অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা নারী ও শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করা ও শিক্ষা ঝুঁকিপূর্ণ কিশোরীদের উৎসাহিত করতে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন । পরে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ১৩৫ কিশোরীদের মাঝে জনপ্রতি ১৫শ টাকা করে বিশেষ শিক্ষা সহায়তা প্রদান করা হয় । অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন এ্যাডলোসেন্ড এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিডি) প্রজেক্ট,সিএইচডিপি,ল্যাম্ব ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।