স্টাফ রিপোর্টারঃ আজাদুল বারী নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছ আরও চারজন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর উপজলোর দত্তপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মানিকগঞ্জের বেতালী উপজেলার বায়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ রেজওয়ানুল ইসলাম জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক দত্তপাড়া বীজের কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বনপাড়া থেকে নাটোরগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঢাকাগামী ট্রাকের চালক শাকিল আহমেদ ঘটনাস্থলইে মারা যায়। এসময় আহত হন দুই ট্রাকের চালকের সহকারীসহ চারজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।