![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/12/kk20-1.jpg)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল গোগর (বেলতলী) নামক স্থানে পাকা রাস্তায় সিএনজি’র সাথে ঢাকাগামী বাসের মুখোমুখি সড়ক দুর্ঘটনায় শিউলী বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার দিন শিউলি বেগম বাড়ি থেকে ৬টার দিকে সৈয়দপুরে কাপড় কেনার জন্য বের হন। পথিমধ্যে রানীশংকৈল থেকে সিএনজিযোগে পীরগঞ্জে যাওয়ার পথে গোগর বটতলী নামক স্থানে অপরদিক থেকে আসা ঢাকাগামী বাসের সাথে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।