ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বহুল আলোচিত ২৮ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী সদস্য পদপ্রার্থী মোশাররফ হোসেন মশু পরাজিত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভূরুঙ্গামারীর রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মশু ভ্যানগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোতালেব তালা প্রতীক নিয়ে ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৩ হাজার ৬৬৮ জন। এর মধ্যে নির্বাচনে ভোট পড়েছে ২ হাজার ৬০৭টি।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।