সারা দেশের ন্যায় নিয়ামতপুর উপজেলায় আগামী ৭ ই আগস্ট থেকে ওয়ার্ড পর্যায়ে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হতে যাচ্ছে। উপজেলার ভ্যাক্সিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং করোনার উর্ধগতি রোধকল্পে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে গত ০১/০৮/২০২১ তারিখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় খাদ্য মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদয়। তিনি বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে নিয়ামতপুর উপজেলার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এখন জনসাধারণকে ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় এনে সুরক্ষিত করতে হবে। তাই সরকার ঘোষিত ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি করোনা মোকাবিলায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সম্মুখযোদ্ধাদের ধন্যবাদ জানান এবং তাদের জন্য পিপিই,ফেস শিল্ডসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেন। উল্লেখ্য যে, এ উপজেলায় প্রথম ধাপে (০৭-১১ আগস্ট) ৮টি ইউনিয়নের ১৪৪০০ জনকে এ ভ্যাক্সিন প্রদান করা হবে।
অর্থাৎ এ পর্যায়ে প্রতিটি ইউনিয়নের ১৮০০ জন ব্যক্তি ভ্যাক্সিন নিতে পারবেন৷ ক্রমান্বয়ে সকলকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে।
আশার খবর হলো বর্তমানে নিয়ামতপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ‘শূন্য’। সম্প্রতি প্রাপ্ত ফলাফলে সবগুলো নেগেটিভ। অথচ সংক্রমণের শুরুর দিকে নওগাঁ জেলার মধ্যে অন্যতম হটস্পট হিসেবে বিবেচিত হয়েছিল নিয়ামতপুর উপজেলা।
সকলের সম্মিলিত প্রয়াসে যেমন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তেমনি সকলের প্রচেষ্টায় ভ্যাক্সিনেশন কার্যক্রম সফল হবে ইনশাআল্লাহ। তাই দেরী না করে সুরক্ষা এপের মাধ্যমে দ্রুত নিজের (১৮+সকলে) এবং বাড়িতে থাকা সকল বয়স্ক ব্যক্তির নিবন্ধন সম্পন্ন করুন। ভ্যাক্সিন নিন, সুস্থ থাকুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।