নীলফামারীর ডিমলা উপজেলার কর্মরত ৪ জন মহিলা সহ ৯৬ জন গ্রাম পুলিশের মাঝে বিনামুল্যে বাইসাইকেল ও পোষাক বিতরন করা হয়েছে।
আজ রবিবার (৫ই-সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
বিনামূল্যে বাইসাইকেল ও পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ডিমলা উপজেলার কর্মরত ১০০জন গ্রাম পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।