

জুনাঈদ আল হাবীব, নেত্রকোনা প্রতিনিধিঃ
ফলাফলঃ নৌকা-১৭ টি, স্বতন্ত্র – ৭ টি, স্থগিত – ১টি ।
কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া নেত্রকোনার আটপাড়া, সদর ও বারহাট্টা এই তিন উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউপির আতকাপাড়া ও বায়রাউড়া কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ওই ইউপির ফলাফল স্থগিত করা হয়েছে।
স্থানীয় ও বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্যে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতি ইউপিতে মো. আমজাদ হোসেন খান (নৌকা), মেদনীতে স্বতন্ত্র আলহাজ মিজানুর রহমান (ঘোড়া), ঠাকুরাকোনা মো.আব্দুর রাজ্জাক (নৌকা), সিংহের বাংলায় স্বতন্ত্র মো. আলী আহসান (ঘোড়া), আমতলায় মো. রউফ সবুজ (নৌকা), মৌগাতিতে মো. মোস্তাফিজুর রহমান খান (নৌকা), রৌহা মো. আব্দুর রশিদ (নৌকা), চল্লিশায় সৈয়দ মাহবুবউল মজিদ (নৌকা), দক্ষিণ বিশিউড়ায় স্বতন্ত্র মো. সেলিম আজাদ সেলিম (ঘোড়া) ও কাইলাটী ইউপিতে স্বতন্ত্র মো. নাজমুল হক (ঘোড়া)।
আটপাড়া উপজেলায় সাত ইউপির সবগুলোতে নৌকার প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। স্বরমুশিয়া ইউপিতে মো. আব্দুস সাত্তার, লুনেশ্বরে মো. শাহজাহান কবীর, বানিয়াজানে মো. ফেরদৌস মিয়া, তেলিগাতীতে অখিল চন্দ্র দাস, দুওজ ইউপিতে সাইদুল হক তালুকদার, সুখারীতে মো. শাহজাহান ও শুনই ইউপিতে মো. রোকন উজ্জামান।
বারহাট্টা উপজেলার সাহতা ইউপিতে স্বতন্ত্র মো. মিজানুর রহমান (ঘোড়া), বারহাট্টা সদরে কাজী সাখাওয়াত হোসেন (নৌকা), বাউসিতে মো. শামছুল হক (নৌকা), আসমা ইউপিতে মো. শফিকুল ইসলাম খান (নৌকা), চিরামে মো. সাইদুর রহমান চৌধুরী (নৌকা), সিংধা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. নাসিম উদ্দিন তালুকদার (টেবিলফ্যান), ও রায়পুর ইউপিতে স্বতন্ত্র প্রাথী আতিকুর রহমান রাজু (ঘোড়া)।
তিন উপজেলার ২৫টি ইউনিয়নে ২৪৬টি ভোট কেন্দ্রে ৪ লক্ষ ৬৫ হাজার ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪৬ জন, মেম্বার পদে ৮১৭ জন এবং সংরক্ষিত নারী মেম্বার ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।