নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য বিরোধের জের ধরে সাজ্জাদ শেখ (২৫) নামের একজন কৃষককে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৩এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানান,উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিন পাড়ার শুকুর শেখ’র ছেলে সাজ্জাদ শেখ (২৫) তাদের স্থানীয় বয়রা ফসলি মাঠ থেকে ধান কেটে বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে বয়রা জামে মসজিদের সামনে পৌছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা লক্ষীপাশা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আ‘লীগের সাধারন সম্পাদক ও একই গ্রামের ওমর মোল্যা সমর্থিত লিটন গাজীর ছেলে আজিজুল গাজী ও হাসান গাজীর ছেলে আশিক গাজীসহ ৫-৬ জন তার গতিপথ রোধ করে রাম’দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭ দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত ডাক্তার বিপাশা মোশাররফ বলেন, রোগীর মাথায় বড় ধরনের ক্ষত হয়েছে, তবে তিনি শংকামুক্ত।

এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য: ওই গ্রামে দীর্ঘদিন ধরে বিবাদমান দুটি পক্ষ রয়েছে। একটির নেতৃত্বে রয়েছে ওমর মোল্যা, অপরটি এনায়েত লস্কর।

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০