![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/Polish_20210926_185518108.jpg)
মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার:নড়াইল জেলার উপজেলা,থানার আওয়াধীন ইউনিয়নের মানুষ ভুগছে অবহেলিত রাস্তঘাটের বেহাল অবস্থা।
নড়াইল জেলাতে এমনও রাস্তাঘাট রয়েছে যা চলার জন্য অনুপযোগী, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে বগুড়া গ্রামের মানুষ চরম বিপর্যায়ে পড়তে হচ্ছে।কাচাঁ মাটি বৃষ্টির পানিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না।রাস্তাটির চিত্র তুলে ধরা হয়েছে,রাস্তাটি গ্রামের অধিকাংশ মানুষ ব্যবহার করে তবে বৃষ্টির সময় বা বড় ধরনের বন্যার সময় রাস্তাটির অবস্থা এমন হয় গ্রামের লোকদের যাওয়া আসা বন্দ হয়ে যায়।কোন গাড়ী নিয়ে চলতে পারে না,একজন লোক অন্য সহযোগীতার মাধ্যমে পথ দিয়ে চলতে হয়।
বগুড়া গ্রামের ভুক্তভুগী বাসিন্দাগন বলে এই রাস্তাটি যে অবস্থা দেখছেন দীর্ঘদিন যাবত পড়ে আছে কোন কাজ করে না এই ইউনিয়নের চেয়ারম্যান। ভুক্তভুগীরা বলে গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে জমির ফসল আনতে হয়, রাস্তা দিয়ে একাকী চলতে পারে না জমির থেকে ফসল আনায়ন অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবী নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়াগ্রামের এই অনুপযোগী রাস্তাটি যদি মাটি উচু করে দিতো এবং ইট দিয়ে বা পাকাকরন করত তাহলে আমরা এলাকাবাসী খুবই উপকৃত পেতাম।
এরকমের নড়াইল জেলার লোহাগড়া উত্তর এবং দক্ষিণ এলাকাতে গ্রামের ভিতর রাস্তা রয়েছে যা মানুষের জন্য অনুপযোগী। অনেকের সাথে কথা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের নাম দেওয়া হল না,যে সকল ইউপি চেয়ারম্যান আছে তারা গ্রামের কিছু রাস্তার কাজের জন্য টাকা এনে পকেটভারী করেছেন,রাস্তার কাজ হই নাই।
মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়ের নিকট এলাকার ভুক্তভুগীগন বলেন গ্রামের রাস্তাঘাট পাকাকরন করার জন্য বিনীত অনুরোধ করেন। বর্ষামৌসুম এলেই দুর্ভোগের সৃষ্টি হয় গ্রামের খেটে খাওয়া মানুষের।
প্রতিটি গ্রামবাসীর দাবী দ্রুত যেন বেহাল রাস্তাগুলো পাকা হোক এবং এই ভোগান্তি হতে রক্ষার আহব্বান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।