রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন উদ্বোধন করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) ড. বেনজীর আহমেদ ।
সোমবার( ৮ নভেম্বর) বিকালে পত্নীতলা থানা চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।