তালায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইক তালায় শুক্রবার সকালে যাত্রীবাহী পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘষে মহিলা ও শিশু যাত্রী ও ইজিবাইকের চালকসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের কপিলমুনি থেকে যাত্রীবাহী ইজিবাইক তালার দিকে যাচ্ছিল একই সময় ঢাকা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী জিএস পরিবহন ঢাকা মেট্টো ব- ১৪-৯৬৫৭ তালার গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় পৌছালে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ইজিবাইকের চালক ও যাত্রী মহিলা ও শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা তালা হাসপাতালে নিয়েছে। আহতরা হলেন, পাইকগাছা উপজেলার মাহমুদকাটির হযরত আলীর ছেলে রাসেল(১৮), একই এলাকার সুজাত গাজীর ছেলে রিপন গাজী (২০), ইজিবাইক চালক কপিলমুনির প্রতাপকাটি গ্রামের ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম (২০) এবং একই উপজেলার সোনাতন কাটির একই পরিবারের মীর ডাবলুর ছেলে সাদিক (৩০), তার স্ত্রী ইতি বেগম (২২) ও ১০ মাসের মেয়ে সাদিয়া খাতুন।তালা হাসপাতাল সূত্র জানায়, তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।