খুলনার পাইকগাছায় ইট ভাঙ্গার মেশিনে চাপা পড়ে মিজানুর রহমান মিস্ত্রী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। নিহত মিজানুর উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বছির মিস্ত্রীর ছেলে।

#আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার বড়দল এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নিহত মিজানুর রহমানসহ ৫ জন ইট ভাঙ্গার মেশিন নিয়ে উপজেলার বড়দল এলাকায় যাচ্ছিলেন।

পথিমধ্যে সকাল ১০ টার দিকে তারা শাহাপাড়া বড়দল ব্রিজ থেকে নামার সময় মেশিনের ব্রেক ফেল করে তা উল্টে যায়। এসময় চাপা পড়ে মিজানুরসহ ৫ শ্রমিক আহত হলে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার মিজানুর মিস্ত্রীকে মৃত ঘোষণা করে। অন্যরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।