“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে আগামী ২৩জুলাই হতে ২৯ জুলাই পযর্ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার মৎস্য অধিদপ্তর কর্তৃক সাংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ও পাইকগাছা লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ কুমার মন্ডল,দেশে মৎস্যখাতের সাফল্য,ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা লোনাপানি কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মাসুদুর রহমান, মৎস্য সাম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার,প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান,মৎস্য অধিদপ্তরের এফএ রনধীর সরকার, পাইকগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,মৎস্যচাষী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।