মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ– দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে (কাঁচাবাজার সংলগ্ন) আরসিসি রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম ও উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা সহকারী প্রকৌশলী তাপস কুমার বাগচী, উপজেলা আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও রাজু ঠিকাদার।

৩৬০ ফুট দৈর্ঘ্যের ও ১০-১২ ফুট প্রশস্ত ১১০ মিটার আরসিসি ঢালাই রাস্তার এ কাজে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসন, জনদুর্ভোগ লাঘব ও পণ্যসামগ্রী পরিবহন নির্বিঘ্নে চলাচলের জন্য এই রাস্তা ঢালাই কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী পাকেরহাটের এই রাস্তাটি সামান্য বৃষ্টিপাতের ফলে বাজারবাসীসহ আগত লোকজন ও ব্যবসায়ীদের যাতাযাতের অনুপযোগী হয়ে যেত। রাস্তাটির কাজ শুরু করায় ব্যবসায়ী, বাজারবাসী ও সুধিসমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।