ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা পাইথল ইউনিয়ন দেউলপাড়া গ্রামের সাবেক মেম্বার মিয়া হোসেনের সন্তান ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সিদ্দিকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন শারমিন আলম সারা’ ভাই হামিদুল ইসলাম।
সারা’র ভাই হামিদুল ইসলাম বলেন, ১৯৮৬ সালে দৈউলপাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত সিদ্দিক এবং সারা লেখাপড়া করেছেন। এরপর সারা দুই বছর পড়াশোনা বন্ধ থাকে এবং ডিমাইল আব্দুল হাশেম মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন, ১৯৯২ সালে গয়েশপুর বালিকা বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে ভর্তি হোন। ১৯৯৪ সালে দেশের বাহিরে সিদ্দিক চলে যায়।
আমার বাবা ১৯৯৬ সালের মার্চ মাসে মারা যাওয়ার পড়ে, ১৯৯৮ সালের ১২ই ফেব্রুয়ারী আমি বিদেশে চলে যায়। ২০০০ইং সালে মজিদ মাস্টারের কাছে থেকে ০৪ শতাংশ জমি ক্রয় করি এবং আমার বড় ভাই বিদেশ থেকে এসে ২০০১ইং সালে নিজে থেকে বাসার কাজ করিয়েছেন। এসময় ২০০৩ সালের আগষ্ট মাসে ৩ তারিখে কবির আলম কাশ্মীরের সঙ্গে আমার বোন সারা’র বিয়ে সম্পন্ন হয়।
কিছুদিন পরেই ২০০৩ সালের জুলাই মাসের ২৬ তারিখে আমার মা মারা যায়। দীর্ঘদিন যাবৎ বিদেশে থেকে ২০০৭ সালে আবার কিছু জমি রহমান ডিলারের কাছে থেকে কিনেছি। কিন্তু মনজু ভেন্ডারের কাছে আমার জমির সম্পাদন কাওলা থাকার পরেও জোরপূর্বক ভাবে সিদ্দিক ইউপি সদস্য সারা’র সাথে ঘনিষ্ঠতা থাকার সুবাদে আমার জমি কাওলা করে নিয়ে গেছে।
এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার দেনদরবার হয়েছে। উল্লেখ্য যে সারা-সিদ্দিকের বিষয়ে গয়েশপুর বাজার সহ আশেপাশে এলাকায় ঘনিষ্ঠতার গুঞ্জন শুনা যায় বলে দাবি করেন ভাই হামিদুল ইসলাম। এ বিষয় নিয়ে ১০ ভাই বোনের মধ্যে সারাকে বাদ দিয়ে ০৯ ভাই বোন ১. লাইলী, ২. পারুল, ৩. বেদেনা, ৪. মদিনা ইসলাম, ৫. আয়েশা ইসলাম, ৬. আছিয়া ইসলাম, ৭. আবু বকর সিদ্দিক, ৮. আবুল কালাম ও ৯. হামিদুল ইসলাম এলাকায় পরিবারের লোকজন মুখ দেখাতে পারেন না বলে দাবি করেন। এবিষয়ে সারা’র সাথে কথা হলে বলেন, আমি আর সিদ্দিক একই গ্রামের চাচাতো ভাইবোন একসাথে ক্লাস দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি।
আমার সাথে ভালো সম্পর্ক, সে মেম্বার হওয়ার সুবাদে বিভিন্ন বিষয়াদি নিয়ে পরামর্শের জন্য তাঁর কাছে যেতে হয়। আমার সাথে তাঁর প্রেমের সম্পর্ক নেই। ইউপি সদস্য সিদ্দিক বলেন, সারা আর আমি একসঙ্গে ক্লাস অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি।
সে আমার পূর্ব পরিচিত, আমি মেম্বার হওয়ার সুবাদে বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে। ওর সাথে আমার ঘনিষ্ঠতা বা প্রেমের সম্পর্ক বলতে কিছু হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।