মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ শ্রীপুর উপজেলার বিলাথুর গ্রামের মেহেদী শেখের পুত্র আরাফাত শেখ (৩) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আরাফাত শেখের সকালের খাবার খাওয়ানোর পর সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিলো তার পরিবার।
কাজকর্ম শেষ করে বহু খুজাখুজির পর বাড়ির পাশের পুকুরে আরাফাত নামের শিশুর লাশ ভাসতে দেখতে পায় তার পরিবার ।পরে তার পরিবার পুকুর থেকে মৃত লাশ উদ্ধার করে। এই নিষ্পাপ শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছাড়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।