শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার সরকারি মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মহিউদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরকালীন সমস্ত অর্থ-সম্পদে জবর দখলে নিয়েছে একমাত্র পুত্র এসএম মুসসালিন আল মামুন।
সারাজীবনের সঞ্চয় ও বয়োবৃদ্ধ পিতার অবসরকালীন ভাতার ১১ লাখ টাকা আত্মসাৎ ও সম্পত্তি জোর করে লিখে নিয়েছে সে।
আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম মহিউদ্দিন বাদী হয়ে এঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
পরে মামলার একমাত্র আসামী এসএম মুরসালিন আল মামুনকে আটক করেছে পুলিশ। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।