পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি: আজ রবিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে ট্র্যাকের ধাক্কায় ভ্যানের যাত্রী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত কলেজ ছাত্রের নাম আব্দুল জলিল শেখ (১৮)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামের মুন্নাফ শেখের ছেলে।

নিহত জলিল আয়েশা-সামী জেনারেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। সে বিকেল সাড়ে ৩টার দিকে ভ্যান যোগে মধুখালী বাজারে মরিচ বিক্রি করতে যাওয়ার পথে বোয়ালিয়া নামক স্থানে তাকে বহনকারী ভ্যানটিকে দ্রুতগামী একটি ট্র্যাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।