পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: আজ মঙ্গলবার (২০ জুলাই) ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় অপর এক ব্যক্তি আহত হয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন শাহ জানান, আজ মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঝাউহাটি এলাকায় বৃষ্টির কারনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিকে একটি অজ্ঞাত নামক পরিবহন চাঁপা দিলে ঘটনাস্থলেই মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার ছব্দালপুর গ্রামের আকামত মোল্যার ছেলে মামুন (৩৬) ও ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুলতান (৪০) নিহত হয়।
এ সময় অপর এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।