ফ্রি-অক্সিজেন সার্ভিস শেরপুরের অক্সিজেন সেবার গতি বৃদ্ধি করতে শেরপুর জেলা প্রশাসন মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ ৫০হাজার টাকা উপহার প্রদান করেন রক্তসৈনিক বাংলাদেশ এর সভাপতি ও ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর এর প্রধান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া’র কাছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

এসময় ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর এর পক্ষ হইতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফ্রি-অক্সিজেন সার্ভিস শেরপুর এর প্রধান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া, রক্তসৈনিক শেরপুর এর উপদেষ্টা মন্ডলী সদস্য, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু প্রমুখ।

বক্তব্যের সময় প্রিয় শেরপুরবাসীকে ভালো রাখতে মানবতার কল্যাণে কোভিড-১৯ মোকাবিলায় ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর উদ্যোগকে আরও গতিশীল করতে পাশে থেকে সহযোগিতা করার জন্য রক্তসৈনিক বাংলাদেশ পরিবারের পক্ষ হইতে আল-আমিন রাজু অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শেরপুর জেলা প্রশাসনের প্রতি।

এসময় অন্যান্যদের মধ্যে ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুরের সমন্বয়ক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, রক্তসৈনিক শেরপুর এর ধর্ম বিষয়ক সম্পাদক এ এম আব্দুল ওয়াদুদ, ফ্রী অক্সিজেন সার্ভিস শেরপুর এর সদস্য শাকির মাহমুদ, শোয়াইব রহমান, আবু রায়হান, সাবিদ,সাজ্জাদ, রাহাত, সিফাত, আরিফ, আবরার, জুনায়েদ, আশিক, কাব্য, আশা, জিনিয়া, স্লাঘা অধিকারী, প্রত্যয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।