এস এম রাকিব জেলা প্রতিনিধি: উত্তরবঙ্গের প্রবেশমুখ বগুড়ার সীমাবাড়িতে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবীতে উপস্থিত পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাসেক-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত চলমান ফোরলেন মহাসড়ক নির্মাণ কাজে আন্ডারপাস নির্মাণ না করলে বগুড়ার ইন্ড্রাস্ট্রিয়াল জোন সীমাবাড়ি এলাকার মহাসড়কে প্রতিনিয়ত এক্সিডেন্টের আশংকা করছেন এলাকাবাসী। তাই আন্ডারপাসের দাবীতে বগুড়ার শেরপুর থানাধীন সীমাবাড়ি আন্তঃসীমান্ত এলাকার মহাসড়কে উপস্থিত পথসভা অনুষ্ঠিত করেছেন তারা।
সোমবার বেলা ১১টার দিকে বগুড়া সিরাজগঞ্জ আন্তঃসীমান্ত সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এই উপস্থিত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় সীমাবাড়ী বগুড়া বাজার আন্ডার পাসের নির্মাণের দাবীতে পথসভায় উপস্থিত হয়ে পরিদর্শন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া ৫ শেরপুর ধুনটের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বক্তব্যে বলেন সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ডে আন্ডার পাসটি সরকারি প্লান অনুযায়ী এখানে হবে জানান ও এলাকার জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা দেন।
উপস্থিত পথসভা সভাপতিত্ব করেন সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গৌরদাস রায় চৌধুরী, আবু তালেব আকন্দ সাবেক সভাপতি শেরপুর উপজেলা আওয়ামী লীগ মোঃ শামীম ইফতেখার সাংগঠনিক সম্পাদক শেরপুর উপজেলা আওয়ামী লীগ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেরপুর উপজেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান মনছুর রহমান আকন্দ, আজিজুল হক মজনু সদস্য শেরপুর উপজেলা আওয়ামী লীগ, আব্দুল হালিম তালুকদার সদস্য শেরপুর উপজেলা আওয়ামী লীগ, গোলাম রফিক সদস্য শেরপুর উপজেলা আওয়ামী লীগ , মোঃ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ শেরপুর থানা। সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন বসাক, ইউপি সদস্য ও সাংগঠনিক সম্পাদক সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, আব্দুল লতিফ ফকির,সাবেক ভিপি চঞ্চল কুন্ডু, যুবলীগ নেতা এনামুল কবির তালুকদার, ইকবাল হাসান প্রমুখ।
উপস্থিত পথসভা বক্তারা বলেন , সীমাবাড়ি একাধারে উত্তরবঙ্গের প্রবেশমুখ ও শিল্প এলাকা এছাড়া ঢাকা- রংপুর ও নাটোর জেলা এবং রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সংযোগ স্থল। ধুনট ও কাজিপুর সিরাজগঞ্জ ঢাকা সংযোগ স্থল। প্রতিনিয়ত এখান দিয়ে গাড়ি ক্রসিং করে থাকে। ফলে, সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় আন্ডারপাস নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই মধ্যে এই কাজ বাতিলের ষড়যন্ত্র চলছে বলে আমরা জানতে পেরেছি। তাদের দাবী, শিল্প এলাকা হওয়ায় সেখানে আন্ডারপাস অত্যন্ত জরুরী। যে কোন মুল্যে সেখানে আন্ডারপাস নির্মাণ করতে হবে বলে তারা বঙ্গকন্যা ও মানবতার জননী শেখ হাসিনার নিকট আবেদন জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।