মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি মহাবিদ্যালয় এর পাশে জিকে ক্যানেল এর উপর ১০০ টি তাল বীজ রোপন করলেন পান্টি মহাবিদ্যালয় প্রভাষক রোকনুজ্জামান। শনিবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আ. ক. ম মামুনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত তালবীজ রোপন করা হয়।
উল্লেখ্য প্রভাষক রোকনুজ্জামান ইতিপূর্বে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধের উপর লিখিত গবেষণার জন্য সনদ ও লাভ করেন। আজ তারই উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় পান্টি এলাকায় জিকে ক্যানেল এর উপর ১০০টি তালবীজ রোপন করলেন। প্রভাষক রোকনুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিব বর্ষ উপলক্ষে আমার নিজের উদ্যোগের তা রোপন করা হল। উক্ত তাল বীজ রোপণের সময় পান্টি কলেজের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।