মাবিয়া রহমান,স্টাফ রিপোর্টারঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক নেহালপুর বঙ্গমাতা পল্লী উন্নয়ন সমিতির কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে সরকার ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ই)আগস্ট নেহালপুর স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামের চতুর্থতলায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি(যশোর-৫ মনিরামপুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। মোঃকামরুজ্জামান, উপ- পরিচালক বিআরডিবি যশোর।নাজমুস শাহাদাৎ,চেয়ারম্যান নেহালপুর ইউনিয়ন পরিষদ।

মশিয়ার রহমান, চেয়ারম্যান মনোহরপুর ইউনিয়ন পরিষদ।শেখর চন্দ্র,চেয়ারম্যান কুলটিয়া ইউনিয়ন পরিষদ।রুহল আমিন,সভাপতি নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগ’সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।