নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমানের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।
রবিবার(৮ আগস্ট) দুপুরে এ উপলক্ষে চেয়ারম্যানের সরকারি বাসভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বনপড়া পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুস সোবাহান প্রামানিক,চান্দাই ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাস্টার, উপজেলা কৃষকলীগ সভাপতি ইসাহাক আলী, বড়াইগ্রাম ইউনিয়ন আ’লীগ সভাপতি ইসাহাক আলী মোল্লা, যুবলীগ নগর ইউনিয়নের সভাপতি জুলফিকার আলি মিঠু, জোনাইল ইউনিয়নের সভাপতি বুলবুল আহমেদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।