মোঃ রোকন মিয়া, কুড়িগ্রামঃ

আজ শুক্রবার বিকেলে হাতিয়া ইউনিয়নেরকামারটারী ও নয়াডারা এলাকায় বন্যায় পানি বন্দি মানুষের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চাল,১০ কেজি,মসুর ডাল ১কেজি সোয়াবিন তেল ১লিটার,লবন১কেজি,চিনি১কেজি চিড়া ১ কেজি,আলু ৫ কেজি, গ্যাস লাইট ১ টা,ডেটল ১ পিচ,সাবান ১ টা ওমোমবাতি ৬ টা।

ছবিঃ দৈনিক কলম কথা

সম্বলিত প্যাকেজ ২শ৫০ পরিবারের মাঝে বিতরন করা হয়।উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, পিআইও সিরাজুদ্দৌলা রঞ্জন মজুমদার (ভোলা) ইউপি মেম্বার সিরাজুল ইসলাম প্রমুখ।