অয়ন সরকার,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি: খুলনা ডুমুরিয়ার ৫ নম্বর আটলিয়া ইউনিয়নের অধীনস্থ বরাতিয়া গ্রাম (৮নং ওয়ার্ড) এর উন্নয়ন ছিল অনেক ধীর গতিসম্পন্ন । উক্ত গ্রামের পল্লী বিদ্যুৎ সাব স্টেশন হতে মহাদেব অধিকারীর বাড়ি অভিমুখী মাটির রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত মানুষের চলাচল। তবে বর্ষার সময় তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
একটানা কিছুদিন বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মানুষের এই ভোগান্তির মুক্তির প্রেক্ষিতে আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) উক্ত রাস্তাটি ইটের সলিং দ্বারা উন্নয়ন করা হয়। রাস্তাটির উদ্বোধন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রতাপ কুমার রায়। রাস্তাটি তৈরিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আটলিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য, শিখা রানী বসাক এবং ঠিকাদারের দায়িত্বে ছিলেন মোঃ হাসানুজ্জামান মোড়ল। রাস্তা তৈরির প্রকল্প বরাদ্দ ছিল এক লক্ষ টাকা। উক্ত রাস্তাটি উন্নয়ন করার ফলে এলাকাবাসী অনেক আনন্দিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।